History of Air India in bengali
TATA থেকে শুরু হয়ে আবার ঘরে ফিরল ৬৮ বছর পর
History of Air India in bengali |
৮ অক্টোবর ২০২০, ভারতীয় সরকার টাটা গ্রুপ কে,জাতীয় airlines, Air India এর জয়ী bidder হিসেবে ঘোষনা করলো। Air india পরিবাহক, দুই ধরনের মালিকানা, সরকারি এবং বেসরকারি, উপভোগ করে এসেছিল। ৬৮ বছরের এক দীর্ঘ বিরতির পর, Air India তার ফাউন্ডার কোম্পানির অধিকারে চলে এল । টাটা সন্স বিড এর ১৮,০০০ কোটি টাকার সম্পূর্ন অংশীদারি হলেন।
টাটা এয়ারলাইনস এর ইতিহাস :
Air India, Tata airlines নামে, TATA গ্রুপ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল । ১৯৩২, সালে,এর প্রথম নির্ধারিত উড়ানের উদ্বোধন হয়েছিল JRD TATA এর দ্বারা,যিনি প্রথম লাইসেন্স প্রাপ্ত ভারতীয় পাইলট ছিলেন । সেই সময়ে airlines টি কার্যরত ছিল করাচি,আহমেদাবাদ,মুম্বাই, বেলারি এবং চেন্নাই এর মধ্যে।
১৯৪৬ সালে, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর, TATA airlines এর নাম পরিবর্তন করে Air India limited রাখা হয়েছিল। ১৯৪৮ সালে এটি মাঝারি স্কেলের আন্তর্জাতিক উড়ান শুরু করেছিল, সেই সময়ে এটি বোম্বে,কায়রো,জেনেভা এবং লন্ডন এর মধ্যে উড়ান দিচ্ছিল ।
ভারত স্বাধীনের কিছু বছর পর, ১৯৫৩ সালে, সেই সময়কার প্রধানমন্ত্রী,জওহরলাল নেহেরু, বিভিন্ন বেসরকারি সংস্থার জাতীয়করণ এর সূচনা করেন।
সেই বছরে Air India এর জাতীয়করণ ঘটে এবং এয়ারলাইনটিকে দুটি আলাদা সংস্থায় বিভক্ত করা হয়। যেটি ঘরোয়া উড়ান দিচ্ছিল, তার নাম রাখা হয়েছিল Indian Airline Corporation এবং যেটি আন্তর্জাতিক উড়ান দিচ্ছিল, তার নাম রাখা হয়েছিল Air-India International corporation।
২০০১ সালে, অটল বিহারী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, সর্বপ্রথম এয়ারলাইন বেসরকারিকরণ এর উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তা ঘটেনি ।
জানুয়ারি ২০২০ তে, Air India, মার্কেটে স্ট্র্যাটেজিক সেল এর জন্য লিস্ট করা হয়েছিল। সেই সময়ে সরকার ঘোষণা করে, Air india এর সম্পূর্ন স্টেক এর বেসরকারিকরণ করা হবে।
এপ্রিল ২০২১ এ, কেন্দ্র কোয়ালিফায়েড bidder কে তাদের ফাইনাল বন্ড জমা দেওয়ার নির্দেশ দেন ।
৮ অক্টোবর ২০২১, TATA Sons, ১৮,০০০ কোটি টাকার বিড জিতে নেন এবং Air Indiar সম্পূর্ন অংশীদার হন।
0 Comments