Copyright (c) 2021 infoveal All Right Reseved

Why petrol price is high in India bengali explanation

 Why Petrol price is high in India bengali explanation  

পেট্রোল,ডিজেলের মূল্যবৃদ্ধির কারণ 

How petrol price is calculated 

WBCS।   UPSC।    SSC (Mains)  

Why petrol price is high in India bengali explanation



গত কয়েক মাস ধরে পেট্রোল এর দাম শতক পার করে দিয়েছে, ডিজেলের প্রায় শতক । হঠাৎ ব্যাপক ভাবে এই আকাশ ছোঁয়া বৃদ্ধির কারণ টা কী? 

ফুয়েল এর দাম নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর। ভারতে প্রায় ৮৪% কাঁচা তেল বিদেশ থেকে আমদানি করা হয়। ভারতে আসার পর সেই অপরিশোধিত ক্রুড ওয়েল দেশের বিভিন্ন রিফাইনারি তে গিয়ে পরিশোধিত হয়। পরিশোধনের পরে বিভিন্ন পেট্রোল পাম্পে পাঠানো হয় ।

 ফুয়েল এর দাম যেসব বিষয়ের উপর নির্ভর করে : 

(A) আন্তর্জাতিক ক্রুড ওয়েল এর মূল্য 

ক্রুড ওয়েল এর দাম আন্তর্জাতিক বাজারে উঠানামা করে।সাধারণ ইকোনমিকস বলে কোনো কিছুর ডিমান্ড বেশি এবং সাপ্লাই কম হলে তার মূল্য বেড়ে যায়, আবার বিপরীত ও সম্ভব। ২০২০ সালে করোনা আবহে ক্রুড ওয়েল এর দাম প্রায় অনেক নিচে নেমে গিয়েছিল, ১ ব্যারেল, যেখানে ১৫৯ লিটার কাঁচা তেল থাকে, দাম ছিল ৫৫-৬০ USD। ২০২১ এর শুরুতে এর দাম হয়ে দাড়ায় ৬৫-৭০ USD, এবং এখন বর্তমানে এর দাম প্রায় ৮০ USD প্রতি ব্যারেল, ভারতীয় মুদ্রায় প্রায় ৬০৩০ টাকা প্রতি ব্যারেল। প্রত্যেক লিটার এর কথা যদি বলি তাহলে হয় ৬০৩০÷ ১৫৯ = ৩৭.৯২ প্রতি লিটার । 

(B) USD to INR এক্সচেঞ্জ রেট : 

ক্রুড ওয়েল এর হিসেব USD তে করা হয়। USD এবং INR বা ইন্ডিয়ান রুপি এর এক্সচেঞ্জ রেট উঠানামা করে। আমরা যদি গত ১০ বছরের স্ট্যাটাস দেখি : 

                   2011, 1 USD= 44 INR 

                   2012, 1 USD= 57 INR 

                   2013, 1 USD= 55 INR 

                   2014, 1 USD= 59 INR 

                   2015, 1 USD= 65 INR 

                   2016, 1 USD= 66 INR 

                   2017, 1 USD= 65 INR 

                   2018, 1 USD= 72 INR 

                   2019, 1 USD= 71 INR 

                   2020, 1 USD = 74 INR 

                   2021(13 sep),1 USD= 75.49 INR 


(C)  রিফাইনারি চার্জ : 

কাঁচা তেল বা ক্রুড ওয়েল, অপরিশোধিত অবস্থায় থাকে।সেগুলি দেশের বিভিন্ন সংস্থা যেমন ইন্ডিয়ান ওয়েল লিমিটেড এ পরিশোধনের জন্য পাঠানো হয় । পেট্রোলের এর জন্য প্রায় ৪.৩৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের জন্য ৬.১৭ টাকা প্রতি লিটার(IOC) । 

(D)  Taxes and Dealer Commission: 

আমরা পেট্রোল পাম্প থেকে যা দামে তেল নেই, তার প্রায় ৬০% কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ট্যাক্স এ যায় । ফুয়েল ওয়েল এ দুই ধরনের ট্যাক্স প্রযোজ্য হয়, কেন্দ্রীয় সরকারের excise duty এবং রাজ্য সরকারের VAT ট্যাক্স । বর্তমান সময়ে কেন্দ্রীয় গভর্নমেন্ট এর excise duty ৩২.৯০ টাকা প্রতি লিটার(পেট্রোল) , ৩১.৮০ প্রতি লিটার (ডিজেল) যা ২০২০ সালে ছিল  ১৯ টাকা(পেট্রোল) প্রতি লিটার, প্রায় ১৩ টাকার বৃদ্ধি, যা ২০১৪ সালে ছিল ১১ টাকা প্রতি লিটার(পেট্রোল), ৮.৫৭ টাকা প্রতি লিটার ( ডিজেল) । VAT ট্যাক্স এর পরিমাণ excise duty এবং ক্রুড ওয়েল এর দামের উপর নির্ভর করে(৩০%), যা বাড়লে VAT ও বাড়বে। VAT এর মূল্য বিভিন্ন রাজ্যে প্রায় ১৮-২৩ টাকার মধ্যে, যা ২০২১ এ ছিল ১৫-১৬ টাকা ।  প্রত্যেক লিটার এ ডিলার কমিশন ৩.৭৯ টাকা(পেট্রোল), ২.৫৯ টাকা(ডিজেল) । পেট্রোলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির মুখ্য কারণ হল এই দুই ট্যাক্স । 

  

       পেট্রোল এর দাম( বর্তমান) 

     ক্রুড ওয়েল এর দাম   = $80 পার ব্যারেল 

                                        = 6030 INR/ ব্যারেল 

          (মে - জুন মাসে= ৪৫০০ / ব্যারেল) 

    এক ব্যারেল এ তেল    = 159 লিটার 

    প্রতি লিটার এর দাম = 6030÷159 

                                     = 37.92 টাকা 

      পরিশোধনের চার্জ  = 4.39/লিটার 

          তেল এর দাম =   42.31 

         ডিলার কমিশন = 3.79

     Tax ছাড়া  তেলের দাম = 42.31+3.71= 46.1 /লিটার। 

      (Tax ছাড়া তেলের দাম (মে - জুন ) ৩৩-৩৫ টাকা/ লিটার)

Taxes: 

              সেন্ট্রাল excise duty = 32.90 

         তেলের দাম = 46.1+32.90 

                             = 79/ লিটার 

VAT (30%+- 1) = 23.7 টাকা 

        তেলের দাম =23.7+79

                            =102.7 প্রতি/লিটার 

VAT ট্যাক্স এর উপর নির্ভর করে এর দাম 3-4 টাকা কমবেশি হতে পারে । 





Post a Comment

0 Comments