Why Petrol price is high in India bengali explanation
পেট্রোল,ডিজেলের মূল্যবৃদ্ধির কারণ
How petrol price is calculated
WBCS। UPSC। SSC (Mains)
Why petrol price is high in India bengali explanation |
গত কয়েক মাস ধরে পেট্রোল এর দাম শতক পার করে দিয়েছে, ডিজেলের প্রায় শতক । হঠাৎ ব্যাপক ভাবে এই আকাশ ছোঁয়া বৃদ্ধির কারণ টা কী?
ফুয়েল এর দাম নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর। ভারতে প্রায় ৮৪% কাঁচা তেল বিদেশ থেকে আমদানি করা হয়। ভারতে আসার পর সেই অপরিশোধিত ক্রুড ওয়েল দেশের বিভিন্ন রিফাইনারি তে গিয়ে পরিশোধিত হয়। পরিশোধনের পরে বিভিন্ন পেট্রোল পাম্পে পাঠানো হয় ।
ফুয়েল এর দাম যেসব বিষয়ের উপর নির্ভর করে :
(A) আন্তর্জাতিক ক্রুড ওয়েল এর মূল্য
ক্রুড ওয়েল এর দাম আন্তর্জাতিক বাজারে উঠানামা করে।সাধারণ ইকোনমিকস বলে কোনো কিছুর ডিমান্ড বেশি এবং সাপ্লাই কম হলে তার মূল্য বেড়ে যায়, আবার বিপরীত ও সম্ভব। ২০২০ সালে করোনা আবহে ক্রুড ওয়েল এর দাম প্রায় অনেক নিচে নেমে গিয়েছিল, ১ ব্যারেল, যেখানে ১৫৯ লিটার কাঁচা তেল থাকে, দাম ছিল ৫৫-৬০ USD। ২০২১ এর শুরুতে এর দাম হয়ে দাড়ায় ৬৫-৭০ USD, এবং এখন বর্তমানে এর দাম প্রায় ৮০ USD প্রতি ব্যারেল, ভারতীয় মুদ্রায় প্রায় ৬০৩০ টাকা প্রতি ব্যারেল। প্রত্যেক লিটার এর কথা যদি বলি তাহলে হয় ৬০৩০÷ ১৫৯ = ৩৭.৯২ প্রতি লিটার ।
(B) USD to INR এক্সচেঞ্জ রেট :
ক্রুড ওয়েল এর হিসেব USD তে করা হয়। USD এবং INR বা ইন্ডিয়ান রুপি এর এক্সচেঞ্জ রেট উঠানামা করে। আমরা যদি গত ১০ বছরের স্ট্যাটাস দেখি :
2011, 1 USD= 44 INR
2012, 1 USD= 57 INR
2013, 1 USD= 55 INR
2014, 1 USD= 59 INR
2015, 1 USD= 65 INR
2016, 1 USD= 66 INR
2017, 1 USD= 65 INR
2018, 1 USD= 72 INR
2019, 1 USD= 71 INR
2020, 1 USD = 74 INR
2021(13 sep),1 USD= 75.49 INR
(C) রিফাইনারি চার্জ :
কাঁচা তেল বা ক্রুড ওয়েল, অপরিশোধিত অবস্থায় থাকে।সেগুলি দেশের বিভিন্ন সংস্থা যেমন ইন্ডিয়ান ওয়েল লিমিটেড এ পরিশোধনের জন্য পাঠানো হয় । পেট্রোলের এর জন্য প্রায় ৪.৩৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের জন্য ৬.১৭ টাকা প্রতি লিটার(IOC) ।
(D) Taxes and Dealer Commission:
পেট্রোল এর দাম( বর্তমান)
ক্রুড ওয়েল এর দাম = $80 পার ব্যারেল
= 6030 INR/ ব্যারেল
(মে - জুন মাসে= ৪৫০০ / ব্যারেল)
এক ব্যারেল এ তেল = 159 লিটার
প্রতি লিটার এর দাম = 6030÷159
= 37.92 টাকা
পরিশোধনের চার্জ = 4.39/লিটার
তেল এর দাম = 42.31
ডিলার কমিশন = 3.79
Tax ছাড়া তেলের দাম = 42.31+3.71= 46.1 /লিটার।
(Tax ছাড়া তেলের দাম (মে - জুন ) ৩৩-৩৫ টাকা/ লিটার)
Taxes:
সেন্ট্রাল excise duty = 32.90
তেলের দাম = 46.1+32.90
= 79/ লিটার
VAT (30%+- 1) = 23.7 টাকা
তেলের দাম =23.7+79
=102.7 প্রতি/লিটার
VAT ট্যাক্স এর উপর নির্ভর করে এর দাম 3-4 টাকা কমবেশি হতে পারে ।
0 Comments