SAARC in bengali explanation
WBCS. WBPSC. SSC
SAARC in bengali explanation |
SAARC in bengali explanation :
South Asian Association for Regional cooperation বা SAARC হল একটি অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক সংস্থা যার উদ্দ্যেশ্য হল তার সদস্য রাষ্ট্রের মধ্যে অর্থ - সামাজিক, প্রযুক্তিগত, ব্যাবসায়িক,আন্তর্জাতিক রিলেশন ইত্যাদি বিভিন্ন বিষয়ের উন্নতি ঘটানো ।১৯৭৯ সালে এই সংস্থার প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়া উর রহমান এবং তার পরে SAARC, ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। SAARC এর হেডকোয়ার্টার নেপালের কাঠমান্ডু তে অবস্থিত এবং সেটি ১৬ জানুয়ারি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
এটি যখন শুরু হয়েছিল তার সদস্য সংখ্যা ছিল ৭, ৩ এপ্রিল ২০০৭ সালে আফগানিস্থান SAARC এর সদস্য হন ।
SAARC এর সদস্য সমুহ :
• আফগানিস্তান
• পাকিস্তান
• ভারত
• বাংলাদেশ
• ভুটান
• নেপাল
• শ্রীলঙ্কা
• মালদিভ
(SAARC in bengali explanation)
0 Comments