Gk questions for wbcs pre in bengali
WBCS PRE WBP WBPSC SSC
Infoveal প্রশ্ন উত্তর সিরিজে আপনাদের স্বাগতম General knowledge এর বিভিন্ন প্রশ্ন , উত্তর সহ আলোচনা করা হল । GK প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ |Gk questions for wbcs pre in bengali পর্বে যেসব প্রশ্ন আলোচনা করা হল সেগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS, WBPSC, WBP SI, WBP Constable, excise, SSC ও বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য ।
GK-30
প্রশ্ন: ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়?
A. কলকাতা
B. মুম্বাই
C. বেঙ্গালুরু
D. এলাহাবাদ
উত্তর: C
প্রশ্ন: পাঞ্জাব জাতীয় ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. মুম্বাই
B. চেন্নাই
C. নিউ দিল্লি
D. পুনে
উত্তর: C
প্রশ্ন: নাগিন হ্রদ কোথায় অবস্থিত ?
A. মনিপুর
B. সিকিম
C. ইটানগর
D. শ্রীনগর
উত্তর: D
প্রশ্ন: ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
A. দেরাদুন
B. কটক
C. পুনে
D. কোনোটিই নয়
উত্তর: B
প্রশ্ন: ভারতে বিমান পরিবহন কত সালে শুরু হয়?
A. ১৯১০
B. ১৯৫০
C. ১৯১১
D.১৯৭০
উত্তে: C
প্রশ্ন: ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
A. ১৯৪৯
B. ১৯৫০
C. ১৯৩৫
D. ১৯৫৬
উত্তর: B
প্রশ্ন: ভারতের প্রথম টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হলেন --
A. CK নাইডু
B. অজিত ওয়াদেকার
C. কপিল দেব
D. অনিল কুম্বলে
উত্তর: A
প্রশ্ন: প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ কবে খেলা হয়েছিল?
A. ১৯৪০
B. ১৯৩০
C.১৯৫৪
D. ১৮৭৭
উত্তর: D
প্রশ্ন: কোন SAARC দেশের জন ঘনত্ব সবচেয়ে বেশি?
A. পাকিস্তান
B. বাংলাদেশ
C. চীন
D. মায়ানমার
উত্তর: B
প্রশ্ন: ভারতের সবচেয়ে উচু বাঁধ হল
A. তেহরি বাঁধ
B. হিরাকুদ বাঁধ
C. লাখবার বাঁধ
D. উপরের কোনোটিই নয়
উত্তর: A
প্রশ্ন: নায়াগ্রা জলপ্রপাত কোন দেশে অবস্থিত ?
A. ব্রাজিল
B. অস্ট্রেলিয়া
C. আমেরিকা
D. মেক্সিকো
উত্তর: C
প্রশ্ন: ভারতে কবে প্রথমবার জাতীয় ইমার্জেন্সী অবস্থা জারি করা হয়েছিল?
A. ১৯৬৫
B. ১৯৬২
C. ১৯৭৩
D. ১৯৭৬
উত্তর: B
প্রশ্ন: নাগাল্যান্ড রাজ্য কবে তৈরি হয়েছিল?
A. ১৯৫২
B. ১৯৮৫
C. ১৯৬৫
D. ১৯৬২
উত্তর: D
প্রশ্ন: USSR ভেঙে কটি দেশে পরিণত হয় ?
A. ১০
B. ১৩
C. ১৫
D. ৯
উত্তর: ১৫
প্রশ্ন: অ্যারাল সি কোথায় অবস্থিত ?
A. রাশিয়া ও মঙ্গোলীয় এর মাঝে
B. উজবেকিস্তান ও কাজাখস্তান এর মাঝে
C. তুর্কমেনিস্তান
D. ইসরায়েল ও জর্ডান এর মাঝে
উত্তর: B
( Gk questions for wbcs pre in bengali)
0 Comments