Geography gk questions in bengali for competitive exam
WBCS PRE WBPSC SSC. WBP
Infoveal প্রশ্ন উত্তর সিরিজে আপনাদের স্বাগতম Geography এর general knowledge এর বিভিন্ন প্রশ্ন , উত্তর সহ আলোচনা করা হল । GK প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ | Geography gk questions in bengali for competitive exam পর্বে যেসব প্রশ্ন আলোচনা করা হল সেগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS, WBPSC, WBP SI, WBP Constable, excise, SSC ও বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য ।
GK-31
প্রশ্ন: আলাস্কা অঞ্চল কে কোন দেশ থেকে আমেরিকা কিনে নিয়েছিল?
A. ইউক্রেন
B. রাশিয়া
C. মাদাগাস্কার
D. মেক্সিকো
উত্তর: B
প্রশ্ন: হিমালয় এর অস্তিত্বের আগে সেই স্থানে কোন মহাসাগর ছিল?
A. টেথিস
B. আরব
C. প্রশান্ত
D. কালা
উত্তে: A
প্রশ্ন: অলকানন্দা ও ভাগীরথী নদীর সংযোগস্থল কী নামে পরিচিত?
A. হরিদ্বার
B. দেহরাদুন
C. দেব - প্রয়াগ
D. কোনোটিই নয়
উত্তর: C
প্রশ্ন: হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
A. গঙ্গা
B. গোদাবরী
C. কাবেরী
D. মহানদী
উত্তর: D
প্রশ্ন: কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই?
A. বুধ ও শুক্র
B. বুধ ও বৃহস্পতি
C. নেপচুন ও শনি
D. মঙ্গল ও শুক্র
উত্তর: A
প্রশ্ন: ভারতের দীর্ঘতম বাঁধ হল --
A. হিরকুদ
B. তেহরী
C. অনাইমুদি
D. কোনোটিই নয়
উত্তর: A
তেহরী হল উচ্চতম বাঁধ
প্রশ্ন: কোন নদী বিষুবরেখা কে দুইবার পার করে যায়?
A. টেমস
B. কঙ্গো
C. আমাজন
D. নীল
উত্তর: B
প্রশ্ন: ভারতের কয়টি রাজ্য বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে?
A. ৬
B. ২
C.১
D. ৫
উত্তর: D
প্রশ্ন: মালাক্কা প্রণালী কোন দুটি বিশাল অংশকে আলাদা করে রাখে?
A. মালায় পেনিনসুলা ও সুমাত্রা ইন্দোনেশিয়ান দ্বীপ
B. আফ্রিকা ও ইউরোপ
C. ভারত ও শ্রীলঙ্কা
D. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা
উত্তর: A
প্রশ্ন: ভারতের কোন প্রতিবেশী দেশ Druk yul নামে পরিচিত?
A. বাংলাদেশ
B. ভুটান
C. মায়ানমার
D. শ্রীলঙ্কা
উত্তর: B
( Geography gk questions in bengali for competitive exam)
0 Comments