Copyright (c) 2021 infoveal All Right Reseved

Geography gk questions in bengali for competitive exam

 Geography gk questions in bengali for competitive exam 

WBCS PRE    WBPSC    SSC.     WBP 


Infoveal প্রশ্ন উত্তর সিরিজে আপনাদের স্বাগতম Geography এর general knowledge এর বিভিন্ন প্রশ্ন , উত্তর সহ আলোচনা করা হল । GK   প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ |  Geography gk  questions  in bengali for competitive exam পর্বে যেসব  প্রশ্ন আলোচনা করা হল সেগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন WBCS, WBPSC, WBP SI, WBP Constable, excise, SSC ও বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য ।
GK-31 

Geography gk questions in bengali for competitive exam 



প্রশ্ন: আলাস্কা অঞ্চল কে কোন দেশ থেকে আমেরিকা কিনে নিয়েছিল? 

A. ইউক্রেন 

B. রাশিয়া 

C. মাদাগাস্কার 

D. মেক্সিকো 


উত্তর: B 


প্রশ্ন: হিমালয় এর অস্তিত্বের আগে সেই স্থানে কোন মহাসাগর ছিল? 

A. টেথিস 

B. আরব 

C. প্রশান্ত 

D. কালা 


উত্তে: A 

প্রশ্ন: অলকানন্দা ও ভাগীরথী নদীর সংযোগস্থল কী নামে পরিচিত? 

A. হরিদ্বার 

B. দেহরাদুন 

C.  দেব - প্রয়াগ 

D. কোনোটিই নয় 


উত্তর: C 

প্রশ্ন: হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? 

A. গঙ্গা 

B. গোদাবরী 

C. কাবেরী 

D. মহানদী 


উত্তর: D 

প্রশ্ন: কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? 

A. বুধ ও শুক্র 

B. বুধ ও বৃহস্পতি 

C. নেপচুন ও শনি 

D. মঙ্গল ও শুক্র 


উত্তর: A 


প্রশ্ন: ভারতের দীর্ঘতম বাঁধ হল -- 

A. হিরকুদ 

B. তেহরী 

C. অনাইমুদি 

D. কোনোটিই নয় 


উত্তর: A 
তেহরী হল উচ্চতম বাঁধ 


প্রশ্ন: কোন নদী বিষুবরেখা কে দুইবার পার করে যায়? 

A. টেমস 

B. কঙ্গো 

C. আমাজন 

D. নীল 


উত্তর: B 


প্রশ্ন: ভারতের কয়টি রাজ্য বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে? 

A. ৬ 

B. ২ 

C.১ 

D. ৫ 


উত্তর: D 

প্রশ্ন: মালাক্কা প্রণালী কোন দুটি বিশাল অংশকে আলাদা করে রাখে? 

A. মালায় পেনিনসুলা ও সুমাত্রা ইন্দোনেশিয়ান দ্বীপ

B. আফ্রিকা ও ইউরোপ 

C. ভারত ও শ্রীলঙ্কা 

D. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা 

উত্তর: A 


প্রশ্ন: ভারতের কোন প্রতিবেশী দেশ Druk yul নামে পরিচিত? 

A. বাংলাদেশ 

B. ভুটান 

C. মায়ানমার 

D. শ্রীলঙ্কা 


উত্তর: B 


   ( Geography gk questions in bengali for competitive exam) 



Post a Comment

0 Comments