Copyright (c) 2021 infoveal All Right Reseved

Indian history gk in bengali for wbp constable

 INDIAN HISTORY GK in bengali for WBP constable 

WBP WBCS PRE WBPSC GROUP D SSC 

 Infoveal প্রশ্ন উত্তর সিরিজে আপনাদের স্বাগতম ভারতের ইতিহাসের বিভিন্ন প্রশ্ন ও উত্তর সহ আলোচনা করা হল । ইতিহাস বিষয় প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । Indian history gk in bengali for wbp constable পর্বে প্রশ্ন সমুহ,WBP constable,Excise,SSC exams,WBCS প্রিলিমিনারী , railway group D, kolkata police, এবং বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। 

Indian history gk in bengali for wbp constable



প্রশ্ন: সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা গানটি কে রচনা করেছিলেন?
 
  A. বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায় 

  B  রবীন্দ্রনাথ ঠাকুর 

  C. মোহাম্মদ ইকবাল 

  D.  ভগৎ সিং 


উত্তর: C 

প্রশ্ন: কলকাতা কত থেকে কত সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল? 

A. ১৭০০-১৮০০ 

B. ১৭৭২- ১৯১১ 

C. ১৮০০- ১৯১১ 

D. ১৮৫০- ১৯২০ 


উত্তর: B 

প্রশ্ন: নাদির শাহ কবে ভারতবর্ষ আক্রমন করেছিলেন? 

A. ১৭২০ 

B. ১৭৫০ 

C. ১৭৩৮

D. ১৭০০ 


উত্তর: C


প্রশ্ন: ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হলেন ?

 A. দাদাভাই নৌরজী 

B. অ্যালান অক্টাভিয়াম হিয়ুম 

C. উমেশ চন্দ্র ব্যানার্জী 

D. লালা রাজপত রায় 


উত্তর: C 
 
প্রশ্ন: ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 

A. ১৮৭০ 

B. ১৮৬০ 

C. ১৮৮০ 

D. ১৮৮৫ 


উত্তর: D 

প্রশ্ন: ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 

A. বোম্বে 

B. কলকাতা 

C. পুনে 

D. লাহোর 


উত্তর: A 

প্রশ্ন:  চম্পারণ সত্যাগ্রহ কার দ্বারা পরিচালিত হয়েছিল?

A. গান্ধী

 B. নেতাজি 

C. প্রীতিলতা ওয়াদ্দেদার 

D. কোনোটিই নয় 



উত্তর: A 



প্রশ্ন: আলীগড় মুসলিম ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 

A. ১৮৭৮ 

B. ১৮৬৫ 

C. ১৮৭৫ 

D. ১৯০০ 



উত্তর: C

প্রশ্ন: আনি বেসান্ট কোন সংবাদ পত্রিকা চালু করেছিলেন? 

A. নিউ ইন্ডিয়া 

B. দা টাইমস অব ইন্ডিয়া 

C. সমাচার দর্পন 

D. বেঙ্গল গেজেট 


উত্তর: A


প্রশ্ন: কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 

A. ১৮৪০ 

B. ১৮৬০ 

C. ১৯২৫ 

D. ১৮৩৫ 




উত্তর: D

প্রশ্ন: ভারতের প্রথম ইংলিশ সংবাদপত্র ? 

A. দা বেঙ্গল গ্যাজেট 

B. দা ক্যালকাটা গ্যাজেট 

C. বেঙ্গল জার্নাল 

D. দা হিন্দু 



উত্তর: A


প্রশ্ন: ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল ? 

A. ১৯৪০ 

B. ১৯৪৫ 

C. ১৯৩০ 

D. ১৯৪২ 




উত্তর: C 

প্রশ্ন: হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? 

A. নবগোপাল মিত্র 

B. দীনবন্ধু মিত্র 

C. চিত্তরঞ্জন দাশ 

D. রাজা রামমোহন রায় 



উত্তর: A 

প্রশ্ন: জালিয়ান ওয়ালাবাগ এর হত্যাকাণ্ড কবে হয়েছিল?

A.  ১৯১১  

B. ১৯০৫

C. ১৯১৯ 

D. ১৯২০ 



উত্তর: C 

প্রশ্ন: ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? 

A. সুভাষ চন্দ্র বসু 

B. উমেশ চন্দ্র ব্যানার্জী 

D. মহাত্মা গান্ধী 

D. বাল গঙ্গাধর তিলক 




উত্তর: A 

প্রশ্ন: স্কুল বুক সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে? 

A. ডেভিড হেয়ার 

B. লর্ড ওয়েলিংটন 

C. রাজা রামমোহন রায় 

D. রবীন্দ্রনাথ ঠাকুর 



উত্তর: A

প্রশ্ন: নীল দর্পন কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? 

A. ডেভিড হেয়ার 

B. মধুসূদন দত্ত 

C. রাজা রামমোহন রায় 

D. কোনোটিই নয় 




উত্তর: B

প্রশ্ন: চেঙ্গিস খান কত সালে ভারত আক্রমন করেছিলেন? 

A. ১৫০০ 

B. ১৩০০ 

C. ১২২১ 

D.১৩২৮ 




উত্তর: C

প্রশ্ন: বাঘা যতীন নামে কে পরিচিত ? 

A. যতীন্দ্র নাথ মুখার্জী 

B. অবনীন্দ্রনাথ ঠাকুর 

C. সুভাষ চন্দ্র বসু 

D. দীনবন্ধু মিত্র 



উত্তর: A


প্রশ্ন: বঙ্গ ভঙ্গ রদ কবে হয় ? 

A. ১৯০৫

B. ১৯০৫ 

C. ১৯১১ 

D.১৯১৪ 



উত্তর: C 

     পোস্টটি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন এবং
      আমাদের কোনো ত্রুটি থাকলে কমেন্ট এ জানাবেন । ধন্যবাদ ।

(Indian history gk in bengali for wbp constable) 










Post a Comment

0 Comments