Copyright (c) 2021 infoveal All Right Reseved

How the Parker Solar Probe survives the Sun in bengali

 How the Parker Solar Probe survives the Sun in bengali 

কেন সোলার প্রোবটি সূর্যের প্রবল তাপেও গলে যাবে না?

মানব ইতিহাসে প্রথমবার কোনো স্পেসক্রাফট সূর্যকে স্পর্শ করেছে । ২০১৮ সালে লঞ্চ করা নাসার Parker Solar Probe, ১৪ ডিসেম্বর ২০২১, সূর্যের যে বাইরের স্তর corona, সেখানে  পৌছতে পেরেছে । কিন্তু এই অবিশ্বাস্য রহস্যময় ঘটনা কীভাবে সম্ভব হয়েছে?  সূর্যের করোনা স্তরে তাপমাত্রা যেখানে ২০-২৫ লাখ ডিগ্রি ফারেনহাইট সেখানে সত্যিই কী কোনো কিছু পৌছতে পারে? 

How the Parker Solar Probe survives the Sun in bengali



বিজ্ঞানীরা বিশ শতকের মধ্যভাগে এর পরিকল্পনা করেছিল, কিন্তু সেই সময়ে প্রযুক্তির মান এখনকার দিনের মত ছিল না । কিন্তু প্রশ্ন হল কীভাবে সূর্যের এত উষ্ণতা থাকা সত্বেও সোলার প্রোবটি গলে যাবে না ? স্পেসক্রাফট এর মেলটিং বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে । প্রথমে আমাদের উষ্ণতা ( temperature) এবং তাপ (heat) এর মধ্যে পার্থক্য বুঝতে হবে । 

টেম্পারেচার পরিমাপ করে কণাগুলো কত দ্রুত বা মন্থর চলাফেলা করে, যেখানে হিট বা তাপ পরিমাপ করে কণাগুলো কত পরিমাণে Energy ট্রান্সফার করে । উষ্ণতা কয়েক কোটি ও হতে পারে, তবে তার কোনো কিছুকে সেভাবে  উত্তপ্ত করার ক্ষমতা নাও থাকতে পারে ।

মহাকাশের বেশিরভাগ অংশই ফাঁকা, সুতরাং সেখানে সোলার প্রোব কে উত্তপ্ত করার জন্য খুবই কম পরিমাণ কনা রয়েছে ।  এর অর্থ হল স্পেসক্রাফট কে যদিও কয়েক মিলিয়ন উষ্ণতার মধ্য দিয়ে যেতে হবে তবে সেটির প্রোব টিকে প্রায় ২৫০০ ডিগ্রি ফারেনহাইট উত্তপ্ত করার ক্ষমতা আছে ।


তবে ২৫০০ ডিগ্রি ফারেনহাইট অনেক উষ্ণ, যেটি প্রোব টিকে বিনষ্ট করতে সক্ষম ।  সেইজন্য প্রোবটিকে উন্নত প্রযুক্তির সহে তৈরি করা হয়েছে ।

 প্রোবটির সামনের দিকে একটি সাদা শিল্ড রয়েছে , C-C এর কিছু মিশ্রণ, যেটি সূর্য থেকে আসা তাপকে প্রতিফলিত করবে,যেটি প্রোব টিকে প্রবল তাপ থেকে রক্ষা করবে।  প্রোবটিতে একটি উন্নতমানের সফটওয়্যার রয়েছে যেটি উত্তাপ কোনদিক থেকে আসছে সেটি নির্ধারিত করে শিল্ডটিকে তার প্রতি ফিট করে । আরো বিভিন্ন প্রযুক্তির ব্যাবহার করা হয়েছে যেটি প্রোবটিকে ঠান্ডা রাখে

( Credit :NASA) 



Post a Comment

0 Comments