Copyright (c) 2021 infoveal All Right Reseved

WBP geography gk questions in bengali

 WBP geography gk questions in bengali 

WBCS| WBP | SSC 

GK: 26


Wbp geography gk questions in bengali


প্রশ্ন: ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি? 

A) সাত - পুরা 

B) আরাবল্লি 

C) বিন্দ্যাচল 

D) কোনোটিই নয়

 

উত্তর: B

প্রশ্ন: ভারতের সঙ্গে কোন দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক সীমা রয়েছে? 

A) বাংলাদেশ 

B) পাকিস্তান 

C) নেপাল 

D) মায়ানমার 


উত্তর: A 

প্রশ্ন: দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী 

A) গোদাবরী 

B) নর্মদা 

C) মহানদি 

D) গঙ্গা 


উত্তর: A 

প্রশ্ন: ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করার পর কী নামে পরিচিত? 

A) মেছি 

B) কোকিলা 

C) সংপো 

D) যমুনা 


উত্তর: D 

প্রশ্ন: তিব্বতে কোন নদী সাংপো নামে পরিচিত 

A) গঙ্গা 

B) ব্রহ্মপুত্র 

C) নর্দমা 

D) টেমস 


উত্তর: B 

প্রশ্ন: পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হল 

A) গডুইন অস্টিন (k ২) 

B) কাঞ্চন জঙ্ঘা 

C) এভারেস্ট 

D) কোনোটিই নয় 


উত্তর: A 

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ডেল্টা ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 

A) আসাম 

B) পশ্চিম বঙ্গ 

C) সিকিম 

D) গোয়া 


উত্তর: B 

প্রশ্ন: পৃথিবীই বৃহত্তম রিভার আইল্যান্ড কোথায় অবস্থিত? 

A) আসাম 

B) আলাস্কা 

C) হুনান 

D) পশ্চিম বঙ্গ 


উত্তর: A 

প্রশ্ন: ক্ষেত্রফলের ভিত্তিতে ভারতের সবচেয়ে ছোট রাজ্য হল 

A) সিকিম 

B) মিজোরাম 

C) গোয়া 

D) নাগাল্যান্ড 


উত্তর: C 

প্রশ্ন:  ভারত পৃথিবীর কত বৃহত্তম দেশ 

A) তৃতীয় 

B) প্রথম 

C) সপ্তম 

D) পঞ্চম 


উত্তর: C 

     (  Wbp geography gk questions in bengali)


Post a Comment

0 Comments