Copyright (c) 2021 infoveal All Right Reseved

Indian history gk in bengali for WBP

 Indian History gk in bengali for WBP 

WBCS | WBP  | SSC 

Gk: 27

Gk সিরিজে আপনাদের স্বাগতম । এখানে আমরা প্রায়শই বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রশ্ন ও উত্তর শেয়ার করি । এই পার্ট এ ভারতীয় ইতিহাসের কিছু খুবই গুরত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর দেওয়া হল । এই প্রশ্ন গুলো সবরকম পরীক্ষা যেমন WBCS WBP WBPSC SSC এর ক্ষেত্রে প্রযোজ্য ।  

Indian history gk in bengali for wbp




প্রশ্ন: ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল ? 

A) 1912 

B) 1920

C) 1942 

D) 1965


উত্তর: 

(C)  8 আগস্ট 1942 সালে মহাত্মা গান্ধী শুরু করেছিলেন । 

প্রশ্ন: জাতীয় দেশ প্রেম দিবস কার জন্মদিনে পালন করা হয়? 

A) মহাত্মা গান্ধী 

B) নেতাজি সুভাষচন্দ্র বসু 

C) দাদাভাই নৌরজি 

D) রবীন্দ্রনাথ ঠাকুর 


উত্তর: 

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জাতীয় দেশ প্রেম দিবস পালিত হয় ।(B) 

প্রশ্ন: ভারতের প্রথম হোম মিনিস্টার হলেন ? 

A) গোবিন্দ বল্লভ 

B) সর্দার বল্লভভাই পাটেল 

C) কেশব চন্দ্র সেন 

D) লাল বাহাদুর শাস্ত্রী 


উত্তর: 

সর্দার বল্লভভাই পাটেল (B) 

প্রশ্ন: ইনকিলাব জিন্দাবাদ শ্লোগানটি কে দিয়েছিলেন? 

A) মৌলানা হাসরত মোহানি 

B) ভগৎ সিং 

C) চ্ন্দ্র শেখর আজাদ 

D) বঙ্কিম চন্দ্র 


উত্তর: 

মৌলানা হাসরত মোহানি শ্লোগানটি দিয়েছিলেন এবং ভগৎ সিং লোকায়িত করেছিলেন(A) 

প্রশ্ন: আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? 

A) স্বামী দয়ানন্দ সরস্বতী 

B) রাজা রামমোহন রায় 

C) কেশব চন্দ্র সেন 

D) অবনীন্দ্রনাথ ঠাকুর 


উত্তর: 

স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন ।(A) 

প্রশ্ন: রাওলাট অ্যাক্ট কবে পাস হয়? 

A)  1912

B) 1911 

C) 1919 

D) 1935 


উত্তর: C 


প্রশ্ন: মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? 

A) অরবিন্দ ঘোষ 

B) গোপাল কৃষ্ণ গোখলে 

C) চিত্তরঞ্জন দাস 

D) কোনোটিই নয় 


উত্তর: 

প্রশ্ন: পাটনা এর পুরোনো নাম কী ছিল? 

A) পাটুলিপূত্র 

B) মগধা 

C) কপিলা - ভাস্ত 

D) নাগরপুর 


উত্তর: 

(A ) 

প্রশ্ন: গ্র্যান্ড ট্রাংক রোড কে তৈরি করেন? 

A) শের শাহ সুরি 

B) ঔরঙ্গজে ব 

C) আকবর 

D) শাহ জাহান 


উত্তর: (A) 


প্রশ্ন: ভারতের রাজধানী কলকাতা থেকে নিউ দিল্লি কবে স্থানান্তর হয়েছিল? 

A)  1911

B) 1915

C) 1920

D) 1905


উত্তর: 

1911 সালের 12 ডিসেম্বর । 1972 থেকে 1911 সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল । (A) 

  আপনাদের কোনো ফিডব্যাক থাকলে কমেন্ট এ জানান । ধন্যবাদ 

( Indian history gk in bengali for WBP) 


Post a Comment

0 Comments