Reasoning for WBCS in bengali
WBCS. WBP. SSC CHSL. SSC CGL
নমস্কার বন্ধুরা infoveal এর নতুন সিরিজে আপনাদের স্বাগতম। Logic এবং reasoning যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । এই ব্লগে আমরা সেইসব reasoning কীভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো ।
(Reasoning for wbcs in bengali )
Reasoning for wbcs in bengali |
প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন প্রকারের reasoning ও logic এর প্রশ্ন জিজ্ঞাসা করা হয় । আমরা আজ কোডিং এবং ডিকোডিং নিয়ে আলোচনা করবো ।
কিছু উদাহরণ দিয়ে শুরু করা যাক
প্রশ্ন:
যদি ONE= 15145 লেখা হয় তাহলে তাহলে TWO =?
সমাধান:
আমাদের একটা নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করতে হবে ।
দেখা যাচ্ছে যে O = ইংরেজি বর্নমালাতে 15 ন. স্থানে রয়েছে ,
তাহলে O=15 একই ভাবে, N=14 ও E =5
আমরা যদি এই প্যাটার্ন লক্ষ্য করি, তাহলে
T= 20, W= 23 , O=15
সুতরাং,. TWO= 202315
প্রশ্ন: যদি VIRAT= 231019221 হয়, তাহলে ROHIT=?
A) 191691021
B) 191692121
C) 191791021
D) 191792022
Solution:
যদি আমরা প্যাটার্ন লক্ষ্য করি, V এর বর্ণমালায় অবস্থান হচ্ছে 22 , I এর অবস্থান =9
বোঝা যাচ্ছে যে এক যোগ করে বসানো হয়েছে ,
V= 22+1 , I= 9+1 , R=18+1 , A= 1+1 , T= 20+1
VIRAT= 231019221
তাহলে , ROHIT=(18+1)(15+1)(8+1)(9+1)(20+1)
=191691021(A)
প্রশ্ন: If INDIA = 37 ,then AMERICA= ?
A) 38
B) 45
C) 69
D) 50
Solution :
INDIA= 37
I. N. D. I. A.
9 + 14 + 4. + 9 + 1. = 37
AMERICA = 1+13+5+18+9+3+1= 50 (D)
প্রশ্ন: If LONDON= 11141331413, then TOKYO=?
A) 1914112414
B) 1914102414
C) 1915110738
D) 1915102425
Solution:
আমরা যদি লক্ষ্য করি, L এর প্রকৃত অবস্থান হল 12, এবং O এর 15
LONDON= (12-1)(15-1)(14-1)(4-1)(15-1)(14-1)
= 11141331413
TOKYO= (20-1)(15-1)(11-1)(25-1)(15-1)
= 1914102414 (B)
প্রশ্ন: if FAFC= 82, then BADE= ?
A) 100
B) 56
C) 46
D) 89
Solution:
FAFC= 6^2+1^2+6^2+3^2= 36+1+36+9=82
BADE= 2^2 + 1^2+ 4^2+5^2 = 4+1+16+25= 46 (C)
Exercise:
(1) If HALO= 36 ,then NAMASTE= ?
(2) If COW= 51725, then DOG=?
আপনাদের উত্তর কমেন্টে লিখুন এবং কোথাও প্রশ্ন থাকলে কমেন্ট করুন ।
(Reasoning for wbcs in bengali)
0 Comments