Copyright (c) 2021 infoveal All Right Reseved

Reasoning for wbcs in bengali

 Reasoning for WBCS in bengali 

WBCS.  WBP.   SSC CHSL.   SSC CGL

নমস্কার বন্ধুরা infoveal এর নতুন সিরিজে আপনাদের স্বাগতম। Logic এবং reasoning যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । এই ব্লগে আমরা সেইসব reasoning কীভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো । 

(Reasoning for wbcs in bengali )

Reasoning for wbcs in bengali



প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন প্রকারের reasoning ও logic এর প্রশ্ন জিজ্ঞাসা করা হয় । আমরা আজ কোডিং এবং  ডিকোডিং নিয়ে আলোচনা করবো । 

    কিছু উদাহরণ দিয়ে শুরু করা যাক

প্রশ্ন: 
 যদি  ONE= 15145 লেখা হয় তাহলে তাহলে TWO =? 
সমাধান:

আমাদের একটা নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করতে হবে । 
 
দেখা যাচ্ছে যে O =  ইংরেজি বর্নমালাতে 15 ন. স্থানে রয়েছে ,
   তাহলে O=15  একই ভাবে, N=14 ও E =5 
 
আমরা যদি এই প্যাটার্ন লক্ষ্য করি, তাহলে 
T= 20, W= 23 , O=15 

সুতরাং,.  TWO= 202315 

প্রশ্ন: যদি VIRAT= 231019221 হয়, তাহলে ROHIT=?  
   
A) 191691021 

B) 191692121 

C) 191791021 

D) 191792022


Solution: 

   
যদি আমরা প্যাটার্ন লক্ষ্য করি, V এর বর্ণমালায় অবস্থান হচ্ছে 22 , I এর অবস্থান =9  
 বোঝা যাচ্ছে যে এক যোগ করে বসানো হয়েছে , 
V= 22+1 , I= 9+1 , R=18+1 , A= 1+1 , T= 20+1
 VIRAT= 231019221 

তাহলে , ROHIT=(18+1)(15+1)(8+1)(9+1)(20+1) 
                          =191691021(A) 
   

প্রশ্ন:  If INDIA = 37 ,then AMERICA= ? 

A) 38 

B) 45 

C) 69 

D) 50 

Solution : 

        INDIA= 37 
I.      N.    D.     I.     A. 
9 + 14 +  4. + 9 +  1. = 37 

AMERICA = 1+13+5+18+9+3+1=  50 (D) 


প্রশ্ন:  If LONDON= 11141331413, then TOKYO=? 

A) 1914112414

B) 1914102414

C) 1915110738

D) 1915102425


Solution: 

আমরা যদি লক্ষ্য করি, L এর প্রকৃত অবস্থান হল 12, এবং O এর 15 

LONDON= (12-1)(15-1)(14-1)(4-1)(15-1)(14-1) 
                = 11141331413 

TOKYO= (20-1)(15-1)(11-1)(25-1)(15-1)
             = 1914102414 (B) 

প্রশ্ন:  if FAFC= 82, then BADE= ? 

A) 100

B) 56

C) 46

D) 89 


Solution: 

FAFC= 6^2+1^2+6^2+3^2= 36+1+36+9=82 


BADE= 2^2 + 1^2+ 4^2+5^2 = 4+1+16+25= 46 (C)


Exercise: 

 (1) If HALO= 36 ,then NAMASTE= ? 

(2) If COW= 51725, then DOG=? 

আপনাদের উত্তর কমেন্টে লিখুন এবং  কোথাও প্রশ্ন থাকলে কমেন্ট করুন ।
 (Reasoning for wbcs in bengali) 





Post a Comment

0 Comments