Copyright (c) 2021 infoveal All Right Reseved

Fall of the USSR in bengali

               


             Fall of the USSR 

সোভিয়েত ইউনিয়নের পতন 


Fall of USSR in bengali














মহাকাশে স্যাটেলাইট পাঠানো প্রথম দেশ, মহাকাশে মানুষ পাঠানো প্রথম দেশ, চাঁদে প্রথম জীব পাঠানো দেশ এভাবে একদিন ভেঙে যাবে কেউ হয়তো ভাবেনি । কী এমন হয়েছিল এরম একটা বিশাল দেশের পতন হয়ে গেল ? 

১৯৯১ সালে, সোভিয়েত ইউনিয়ন ১৫ টি রাষ্ট্রে ভাগ হয়ে যায় এবং বিশ্ব ম্যাপে কিছু নতুন দেশের আগমন ঘটে । সোভিয়েত ইউনিয়ন পুরো এশিয়া মহাদেশ থেকে ইউরোপ অবদি বিস্তৃত ছিল । সেই বিভাজিত দেশগুলি হল বর্তমানের ইউক্রেন, লাতভিয়া,লিথুয়ানিয়া, এস্তোনিয়া, বেলারুশ, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, মলদোভা এমনকি সম্পূর্ন কেন্দ্রীয় এশিয়া যা হল কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান,তাজিকিস্তান, কিরি গিস্তান এবং আজকের রাশিয়া । 

                    (Fall of USSR in bengali)

১৯১৭ সালে রাশিয়ান রিভলিউশন ঘটে এবং রাজকীয় জার শাসনের অবসান ঘটে । ক্রান্তি এর  সময় ভ্লাদিমির লেনিন পরিচালিত বলসেভিক পার্টি পরে কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়নে পরিণত হয় । ১৯২২ সালে সম্পূর্ন USSR সংঘটিত হয়। ১৯২৪ সালে লেনিনের মৃত্যু হয় এবং জোসেফ স্ট্যালিন ক্ষমতায় আসে । কার্ল মার্ক্সের কমিউনিস্ট আইডিওলজি তে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসে।  স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নের সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয় যেমন অর্থনৈতিক, লোকজনের উপর শাসন, শিল্প ভিত্তিক ক্রিয়াকর্ম । তিনি অনেক পলিসি নিয়ে আসেন । যেখানে সাধারন লোকজনের কোনো বাকস্বাধীনতা ছিল না । যেসব লোক তার পলিসির বিরোধিতা করত তাকে খুব কঠিন শাস্তি দেওয়া হত এমনকি মেরেও ফেলা হত । অনেক লোক স্ট্যালিন কে হিটলারের থেকেও কঠোর মনে করেন ।  বলা হয়ে থাকে স্ট্যালিন লক্ষ্য লক্ষ্য নিজের দেশের মানুষদের হত্যা করেছিলেন । ১৯৫৩ সালে স্ট্যালিনের মৃত্যু হয়, নতুন শাসক ক্ষমতায় আসেন এবং স্ট্যালিনের কিছু নীতির দমন ঘটে কিন্তু কমিউনিস্ট শাসন চলতে থাকে ।   

১৯৮৫ খ্রিস্টাব্দে মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ক্ষমতায় আসেন । USSR এর অর্থনৈতিক অবস্থা খুবই করুণ হয়ে গিয়েছিল , আমেরিকার প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল সোভিয়েত এর জিডিপি । গর্বাচেভ ক্রান্তি আনতে চেয়েছিলেন এবং কিছু নতুন নীতির ঘোষনা করেন । তিনি দুটি নীতি নিয়ে এসেছিলেন  সোভিয়েত কে সবদিক থেকে শক্তিশালী রাষ্ট্র বানানোর স্বপ্ন নিয়ে।

                (    Fall of USSR in bengali)


প্রথম নীতিটি ছিল গ্লাসনট একটি রাশিয়ান শব্দ। এই নীতি স্ট্যালিন প্রচলিত নীতির সম্পূর্ন উল্টো ছিল। এটি সোভিয়েত জনগন কে নতুন স্বাধীনতা দিয়েছিল । আগে যেখানে সরকারের বিরুদ্ধে বললে কঠোর শাস্তি দেওয়া হত, এই নীতি অনুযায়ী সংবাদ মাধ্যম সরকারের সমালোচনা করতে পারত, যে কেউ সরকারের কোনো কাজের উপর প্রশ্ন করতে পারত । 

দ্বিতীয় নীতিটি ছিল পেরেস্ত্রইকা বা অর্থনৈতিক পুনর্গঠন । গর্ভাচেভ মনে করত অর্থনীতি সম্পুর্নভাবে সরকার এর হাতে নিলে দেশের অর্থনীতির বৃদ্ধি তেমন হবে না । প্রথম বার কোনো ব্যাক্তি বা সংস্থাকে অধিকার দেওয়া হয়েছিল যে তারা কোনো ব্যাবসার সম্পূর্ন মালিক হতে পারবে । যেটা তাদের কমিউনিস্ট ভাবধারায় সরকারের আয়ত্বে থাকত। ১৯২০ সাল থেকে প্রথমবার মজুর দের স্ট্রাইক করার অধিকার দেওয়া হয়েছিল, তাদের সমস্যা কে তুলে ধরতে পারত । 

গর্বাচেভ এর নীতি অনুযায়ী, লোকেদের তখন সম্পূর্ন বাকস্বাধীনতা ছিল । জনগণ সরকারের বিরোধিতা করতে শুরু করেছিল এবং আগমন ঘটেছিল বিভিন্ন স্বাধীনতার আন্দোলন । তুর্কমেনিস্তান এর লোকেরা স্বাধীন হওয়ার আন্দোলন শুরু করে দিয়েছিল ।  

১৯৮৯ সাল, যাকে ক্রান্তি এর বছর বলা হয় , USSR এর প্রতিবেশী দেশ পোল্যান্ড, বুলগেরিয়া,রোমানিয়া ,যেখানে কমিউনিস্ট সরকার ছিল, বিপ্লব ঘটে ও সেখানে কমিউনিস্ট পার্টির অবসান ঘটে । যে সমস্ত কমিউনিস্ট দেশ অস্তিত্বে ছিল তারা USSR এর আদেশে চলত । এই সমস্ত দেশে কমিউনিজম এর পতন USSR এর বিভাজনের একটি কারন হয়ে উঠেছিল । ক্রান্তি এর সেই বছরে, বার্লিন ওয়াল এর পতন ঘটে , সেই বার্লিন ওয়াল যেটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর পূর্ব ও পশ্চিম জার্মানি কে পৃথক করে রেখেছিল, পূর্ব জার্মানিকে সোভিয়েত শাসন করত । জার্মানি এক হয়ে যায় এবং বিভিন্ন প্রতিবেশী দেশে কমিউনিজম এর অবসান ঘটে । 

এই বিপ্লব পুরো সোভিয়েত ইউনিয়নে ছড়িয়ে পড়ে এবং সোভিয়েত এর বিভিন্ন রাষ্ট্র  স্বাধীনতার জন্য রাস্তায় নেমে পড়ে । এস্তোনিয়া,লাতভিয়া, লিথুয়ানিয়া নিজেদের স্বাধীন ঘোষনা করে এবং প্রথম তিনটি স্বাধীন দেশে পরিণত হয়, সোভিয়েত এর বিভিন্ন রাষ্ট্রে ইলেকশন হয় এবং সব রাষ্ট্রে কমিউনিস্ট পার্টির হার হয় । শেষে কমিউনিস্ট পার্টি ষড়যন্ত্র করেও আর সামলাতে পারে না । সোভিয়েত এর বিভাজন হয়ে যায় ।

২১ ডিসেম্বর ১৯৯১ তে গর্বাচেভ অফিসিয়ালি সমস্ত রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্রের আখ্যা দিয়ে দেয় । সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হয়ে যায় ।

                  ( Fall of USSR in bengali)

 



Post a Comment

0 Comments